নোয়াখালীতে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু

নোয়াখালী জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট।
এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১২টি উপজেলা দল, প্রতিটি দলে তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা।
উদ্বোধনী খেলায় সুবর্ণচর ও চাটখিলের মধ্যে রোমাঞ্চকর লড়াইয়ে জয় পায় সুবর্ণচর উপজেলা।
প্রথম ম্যাচেই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, মাঠে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে প্রতিটি গোলের সঙ্গে।
আয়োজকরা জানান, বিজয়ী দলকে দেওয়া হবে ট্রফি ও নগদ এক লাখ টাকার পুরস্কার।