সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নোয়াখালীর প্রবাসীদের উদ্যোগে এক অনন্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী অংশ নেন এবং নিজের এলাকার স্মৃতিচারণ করেন।
আয়োজক কমিটির সদস্য রিয়াদ হোসেন বলেন, “প্রবাসে থেকেও আমরা নোয়াখালীর ঐক্য ধরে রাখতে চাই।”
সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও স্থানীয় খাবারের আয়োজন ছিল দারুণ আকর্ষণীয়।
অনেক প্রবাসী জানিয়েছেন, এই আয়োজন তাদের একাকীত্ব ভাঙতে বড় ভূমিকা রেখেছে।