“পরিবর্তন চাই, কিন্তু শুরুটা নিজ থেকেই”

নোয়াখালীর এক তরুণ লেখক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন— “আমরা সবাই পরিবর্তন চাই, কিন্তু কেউ নিজের আচরণ বদলাই না।”
তিনি উদাহরণ টেনে বলেন, “রাস্তার ময়লা তুলে নেওয়াও নাগরিক দায়িত্ব, কিন্তু আমরা সেটি অন্যের ওপর চাপাই।”
এই লেখাটি ভাইরাল হয়ে সামাজিক সচেতনতা বাড়াচ্ছে, অনেকে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হচ্ছেন।
কমেন্টে অনেকে বলেছেন, “ছোট ছোট ভালো কাজই বড় পরিবর্তনের সূচনা।”
লেখক জানিয়েছেন, তিনি এই উদ্যোগকে ‘নিজ থেকে শুরু’ নামে আন্দোলনে পরিণত করতে চান।