নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বর্ণাঢ্য আয়োজনে।
তিনদিনব্যাপী এই অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিদের অংশগ্রহণে ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “এ বিশ্ববিদ্যালয় এখন গবেষণায় দেশের শীর্ষে অবস্থান করছে।”
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, বিজ্ঞান প্রদর্শনী ও স্মারক প্রকাশনা অনুষ্ঠিত হয়।
ছাত্রছাত্রীরা এমন আয়োজন নিয়মিত করার দাবি জানায়।