শুক্রবারের হাটে ভিড়, কেনাকাটায় উৎসবের আমেজ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শুক্রবারের হাটে ছিল ক্রেতা-বিক্রেতার উপচেপড়া ভিড়।
নিত্যপণ্য, কাপড়, খেলনা থেকে শুরু করে গৃহস্থালি জিনিস পর্যন্ত সবকিছুই মিলছে একসাথে।
অনেকে পরিবার নিয়ে আসছেন কেনাকাটার পাশাপাশি ঘুরতে ও খাওয়া-দাওয়া করতে।
হাটের এক বিক্রেতা বলেন, “এই হাটই আমাদের প্রধান জীবিকা, উৎসব এলেই বিক্রি দ্বিগুণ হয়।”
প্রশাসন জানিয়েছে, যানজট ও ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।