ডাবল সেঞ্চুরিয়ান বিদেশী খেলছে নোয়াখালী এক্সপ্রেসে, কে এই মারকুটে ব্যাটার!

অফিসিয়িালি বিপিএলের অকশন শুরুর আগেই এবারের বিপিলের সবচেয়ে আলোচিত দল নোয়াখালী এক্সপ্রেস চমক দেখিয়ে যাচ্ছে। সর্বশেষ চমকের অংশ হিসেবে অভিজ্ঞ বিদেশী মারকুটে এক প্লেয়ারকে দলে ভিড়িয়েছেন নোয়াখালী। যিনি এরআগের খেলাগুলোতেও ছিল নিয়মিত মুখ। ডাবল সেঞ্চুরির পাশাপাশি যার রয়েছে একটি দলকে চ্যাম্পিয়ন করার রেকর্ডও।
কে তিনি! এই তথ্য জানিয়েছে স্বয়ং নোয়াখালী টিমের অফিসিয়াল ফেসবুক পেজ। তিনি ক্যারিবিয়ান দানব চার্লস।