গতরাতে ঘণ্টাব্যাপী ঝড়ো হাওয়ায় নোয়াখালীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইন ছিঁড়ে পড়ে। এতে জেলার অন্তত ৩০টি গ্রাম অন্ধকারে ডুবে যায়।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, কয়েকটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় পুনরায় সংযোগ দিতে সময় লাগছে।
স্থানীয় বাসিন্দারা রাতভর দুর্ভোগ পোহায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।
প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।