নোয়াখালীর নেওয়াজপুরের সেই ঘটনায় পাল্টাপাল্টি মামলা

নোয়াখালীর আলোচিত মসজিদ হামলার ঘটনায় আহত জিয়াউল হক ফয়সালকে ১ নং আসামি করে বিএনপির মামলা

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার জামে মসজিদে ছাত্রশিবির আয়োজিত কুরআন তালিম চলাকালে সংঘটিত হামলার ঘটনায় নতুন মোড় নিয়েছে। হামলায় গুরুতর আহত ইউনিয়ন জামায়াতে ইসলামী থেকে চেয়ারম্যান মনোনয়ন প্রার্থী জিয়াউল হক ফয়সালকেই মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে কাশেমবাজার জামে মসজিদে কুরআন তালিম চলাকালে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৬ জন আহত হন। আহতদের মধ্যে জিয়াউল হক ফয়সালও গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় স্থানীয় বি এন পির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়, যেখানে ফয়সালকে ১নং আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জিয়াউল হক ফয়সাল বলেন,

“আমি ওই দিন দারসুল কোরআনের আসরে উপস্থিত ছিলাম এবং হামলায় আহত হয়েছি। এখন আমাকে আসামি করা হয়েছে, যা আমি অন্যায্য মনে করি।”

অন্যদিকে, মামলার বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী, ২৩ অক্টোবর ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *