এনসিপি নেতার নেতৃত্বে আন্ডারচরে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের শপথ

নোয়াখালীর আন্ডারচর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় সম্প্রতি ব্যবসায়ী হোরন মিয়ার বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে স্থানীয় জনসাধারণ এক প্রতিবাদ ও শপথ সমাবেশ করেছেন। অভিযোগ রয়েছে হাসান ও মাহফুজের নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি জবরদখলের অপচেষ্টা এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
রবিবার বিকেলে সদর উপজেলার বাংলা বাজার এলাকায় আন্ডারচর ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জানান, গত শনিবার গভীর রাতে চাঁদা দাবির উদ্দেশ্যে হোরন মিয়ার বাড়িতে হামলা চালানো হয়। এতে ঘরবাড়ি ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যার পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে দাবি করা হয়েছে। ঘটনার সময় পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান বলেন,
“এ ধরনের হামলা শুধু একটি পরিবারের ওপর নয় পুরো এলাকার শান্তি-শৃঙ্খলার ওপর আঘাত। আমরা চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক। কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন,
“আন্ডারচরকে অরাজকতার এলাকা বানাতে চায় একটি চক্র। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা এসব অপতৎপরতার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তুলব।”তুহিন ইমরানের আহ্বানে সমাবেশে উপস্থিত স্থানীয়রা সন্ত্রাস ও জবরদখলের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার শপথ গ্রহণ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক ডা. আলী আহম্মদ রাশেদ, জামায়াতে ইসলামীর যুববিভাগের সেক্রেটারি রাশেদুল ইসলাম ভূঁইয়া, এনসিপির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরানসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
পরবর্তীতে তুহিন ইমরানের নেতৃত্বে বাংলা বাজার এলাকায় একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। মিছিল শেষে কর্মসূচি শেষ হয়।