নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া সপ্তাহ।
খেলাগুলোর মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, কাবাডি এবং টেবিল টেনিস প্রতিযোগিতা।
প্রত্যেক বিভাগ নিজেদের দল গঠন করে অংশগ্রহণ করছে, শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
উপাচার্য উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “খেলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ, মনোযোগী ও দলবদ্ধ হতে শেখায়।”
পুরো সপ্তাহজুড়ে ক্যাম্পাসে থাকবে নানা আয়োজন ও বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠান।